Home জেলা সংবাদ হাতীবান্ধায় জে.এ.এস গ্রুপের পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

হাতীবান্ধায় জে.এ.এস গ্রুপের পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

0
ছবিঃ ইঙ্গিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু

বর্ণমালা নিউজ ডেস্কঃ

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন জে.এ.এস গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে আজ পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

বর্ণমালা নিউজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version