Home জেলা সংবাদ বর্ণিল আয়োজনে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

0
ছবিঃ হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির

বর্ণমালা নিউজ ডেস্কঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে দিনব্যাপী এই ফ্যামিলি ডে উদযাপিত হয়।

ছবিঃ হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি।
এতে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন।  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোসেশনসহ বিভিন্ন আনন্দ উদযাপন দিয়ে সুন্দর সময় কাটান তারা। অনুষ্ঠানে দুপুরের খাবারের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। র‌্যাফেল ড্র সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রান্ত।
হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন, নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু, হাতীবান্ধা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি আলতাব হোসেন সুমন, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সম্ভাবনা প্রোডাকসন্সের সাধারণ সম্পাদক শারাফাত হোসাইন মাসুম প্রমুখ।
বর্ণমালা নিউজ। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version