Home রাজনীতি বিএনপি’ র লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জঃ আহত ৭

বিএনপি’ র লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জঃ আহত ৭

0

বর্ণমালা নিউজ ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী ও অবৈধ নির্বাচনের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়েছে।
ছবিঃ বিএনপি নেতা এম সাহেদুজ্জামান কোয়েল
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেডিকেল মোড় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছিলেন। বক্তব্য চলা কালীন সময়ে পুলিশের একটি দল উপস্থিত নেতা কর্মীদের লাঠিচার্জ করে। এতে বিএনপির নেতা  সাহেদুজ্জামান কোয়েল সহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চায়ের দোকান ও আশপাশের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ সেখানেও তল্লাশি চালায়।
ছবিঃ পুলিশি হামলা।
পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন,বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মানিক,নওদাবাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান, হাতীবান্ধা উপজেল স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েল, ছাত্রদল নেতা জাহিদ মোর্শেদ বাবু, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ,পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মিশু।
এবিষয়ে বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন,শান্তিপূর্ণ কর্মসুচীতে পুলিশের বাধা খুবিই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের লাঠিচার্জ এ আমাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছে। এঘটনায় তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন ওই বিএনপি নেতা।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই তবে জনগনের নিরপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বন্ধ পরিকর।
বর্ণমালা নিউজ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version