Home রাজনীতি কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

0
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বর্ণমালা নিউজ ডেস্কঃ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ওই কারাগারের জেল সুপার শাহাজাহান আহমেদ জানান, বুধবার এ্যানির জামিনের আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছয়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমণ্ডি থানায় মামলা হয়। ওই মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ১০ অক্টোবর ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মুক্তি পেয়ে জেল গেটে সাংবাদিকদের এ্যানি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। অনেকের সাজা দেওয়া হচ্ছে।

নির্বাচনের নামে প্রহসন হয়েছে।’ সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তাঁরা আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবেন বলে জানান তিনি। 
বর্ণমালা নিউজ। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version