বর্ণমালা নিউজ ডেস্কঃ
এবারের বিপিএল অন্যভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে সাকিব আল হাসানকে। চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্সের হয়ে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার। বর্তমান অবস্থায় ব্যাট করা যে সাকিবের জন্য কতটা কঠিন, সেটা সহজেই বোঝা যাচ্ছে। এজন্য গত কয়েক ম্যাচে সুযোগ থাকার পরও ব্যাটিংয়ে নামেননি।
সালাউদ্দিন বলেছেন, সে (সাকিব) যদি না-ই ফিরতে পারে (ব্যাটিংয়ে), তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।
ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের পর আঙুলের চোটে ছিলেন খেলার বাইরে। সেই সঙ্গে ছিল নির্বাচনী ব্যস্ততা। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও এক ম্যাচ খেলার পরই দেখা যায় চোখের রেটিনার সমস্যা। বিপিএলের আগে লন্ডন ও এক ম্যাচ খেলে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান তিনি।
সাকিবের এসব বিষয় ভালোই জানা সালাউদ্দিনের। তবে সাকিবের সঙ্গে নিয়মিত কথা হলেও ক্রিকেটীয় বিষয়ে কম কথা হয় বলে জানিয়েছেন তিনি, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি।
খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সব সময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে, সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না।
বর্ণমালা নিউজ।