বর্ণমালা নিউজ ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাইমলাইটে আসেন তিনি। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ ছবির মাধ্যমে দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়।

দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’- এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।


২০২৪ সালে নিজের প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্রে নিজেই প্রধান ভূমিকায় অভিনয় করার ঘোষণা দিয়েছেন। ছবির নাম শরতের জবা।

সম্প্রতি কুসুম শিকদার তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের চমৎকার সব ছবি শেয়ার করছেন।

বিভিন্ন পশ্চিমা ঘরানার এসকল পোশাকে কুসুম সত্যিই আকর্ষণীয় রূপে নজর কাড়ছেন সবার। তাঁর বিভিন্ন লুকের এই ছবিগুলো কুসুম শিকদারের ফেসবুক থেকে নেওয়া।





