Home আন্তর্জাতিক খাসোগি হত্যা : প্রিন্স সালমানকে দায়মুক্তি দিল যুক্তরাষ্ট্র

খাসোগি হত্যা : প্রিন্স সালমানকে দায়মুক্তি দিল যুক্তরাষ্ট্র

0

বর্ণমালা ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি হত্যার মামলা থেকে সৌদি আরবের প্রকৃত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্ট, মোহাম্মদ বিন সালমান দায়মুক্তির যোগ্য- এমন বিবেচনায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় মার্কিন জো বাইডেন প্রশাসন।

সৌদি আরবের কড়া সমালোচনাকারী ছিলেন জামাল খাশোগি। বিশেষ করে, তিনি সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ছিলেন। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্সুলেটের ভেতরে খুন হন। এই হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সৌদি যুবরাজ।

এই নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, তাদের বিশ্বাস যুবরাজ মোহাম্মদ খুনের আদেশটি দিয়েছিলেন। কিন্তু আদালতে পেশ করা এক নথিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলেছে, সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন ভূমিকার কারণে দায়মুক্তি পান তিনি।

এমন খবর প্রকাশ্যে আসার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন খাশোগির সাবেক বাগদত্তা ও তার খুনের মামলার বাদি হাতিজে জেঙ্গিস। তিনি টুইটারে লিখেছেন, আজ জামাল আবার মারা গেল। আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে হয়ত বিচারের আশার আলো দেখব। কিন্তু আবারও অর্থই জিতল।

সালমানকে দায়মুক্তি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনগত সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে তার বাবা সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ যুবরাজ হিসেবে অভিষিক্ত করেন। চলতি বছরের সেপ্টেম্বরে মোহাম্মদকে (৩৭) প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

বর্ণমালা নিউজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version