বর্ণমালা নিউজ ডেস্ক:
২২ অক্টোবর- ২০২৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের তীব্র গরমে অনুশীলন করেছেন সাকিবরা। রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করেছে সাকিব বাহিনী। অনুশীলনে দুইবার ব্যাটিং করেছেন টাইগার অধিনায়ক।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাম পায়ের মাংসপেশির চোটে পড়েন সাকিব। এই চোট নিয়ে ওই ম্যাচে বোলিং-ফিল্ডিং করলেও পরে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা।একাধিকবার এমআরআই করা হলেও তার অবস্থা পরিষ্কার করে জানায়নি দল।
অপরদিকে, অনুশীলনে আসলেও বোলিং করেননি ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। শুধু শ্যাডো প্র্যাকটিস করেছেন। হয়তো প্রোটিয়াদের বিপক্ষে তাসকিনকে সাজঘরে বসে থাকতে হতেও পারে।
আগামী ২৪ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। টানা তিন হারে বিপাকে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের।
বর্ণমালা নিউজ।