‘তুফান’ এর পোস্টারে ধরা দিলেন শাকিব-মিমি

0
106

বর্ণমালা নিউজ ডেস্কঃ

মাত্র কয়েক দিন আগেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’- এর টিজার। এবার প্রকাশ্যে এসেছে নির্মাতা রায়হান রাফির এই ঈদের সিনেমার আরও একটি পোস্টার। সেখানে ধরা দিয়েছেন ছবির নায়িকা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘তুফান’-এর নতুন পোস্টার শেয়ার করেন শাকিব খান ও মিমিরা। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও থাকছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

বর্ণমালা নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here