ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

0
128
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

বর্ণমালা নিউজ ডেস্কঃ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলায় আগে জামিন হওয়ায় এবার তাদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস ধরে কারাগারে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর থেকে কারাগারে আছেন আমীর খসরু।

বুধবার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এই দুই নেতার জামিন মঞ্জুর করেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সমকালকে জানান, অন্য সব মামলায় আগেই জামিন হয়েছে। এখন বিএনপি মহাসচিবের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই।

এদিন আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। আসামিদের অসুস্থতা, বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিনের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

দলের দুই শীর্ষ নেতার জামিন লাভের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সমকালকে বলেন, আইন যদি আইনের গতিতে চলত তাহলে এসব মামলায় অনেক আগেই তারা মুক্তি পেতেন। এর পরও তাদের জামিন লাভের ঘটনায় অন্যান্য কারাবন্দি বিএনপি নেতাদের জামিন ত্বরান্বিত হবে।

বিএনপি মহাসচিবের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। অন্যদিকে, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। তিনিও ৯টি মামলায় জামিন পান।

বর্ণমালা নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here