পিটার হাস কোথায় গেছেন, সরকার জানে: পররাষ্ট্র মন্ত্রণালয়

0
342
ছবি: সমকাল

বর্ণমালা নিউজ ডেস্কঃ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সরকার তা জানে।

কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না বলেও জানান সেহেলী সাবরিন। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেহেলী সাবরিন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।’

এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরিন বলেন, ‘বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান। পিটার হাসে কোথায় গেছেন, এ ব্যাপারে মার্কিন দূতাবাসে গিয়ে জানা যেতে পারে।

বর্ণমালা নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here