লালমনিরহাট আদিতমারী বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলা

0
413

বর্ণমালা নিজস্ব প্রতিনিধি :

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট ২৯ অক্টোবর, ২০২৩

লালমনিরহাট: আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া জেলায় পৃথক ঘটনায় ৬ জন আহত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি। একই সময় হরতাল বিরোধী শান্তি মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বুড়িরবাজার মসজিদ এলাকায় আটকে দেয় পুলিশ। এ সময় বিএনপি অফিস থেকে আওয়ামী লীগ ও পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় আওয়ামী লীগের মিছিলটি ধাওয়া দিলে বিএনপি পিছু হটলে তাদের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর করে শান্তি মিছিলের নেতাকর্মীরা। এতে অফিসের চেয়ার টেবিল ও নেতাদের বিলবোর্ড পোষ্টার ভেঙে ফেলা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

একই সময় লালমনিরহাট শহরের মিশন মোড়, বড়বাড়ি ও মহেন্দ্রনগর বাজারে হামলা পিকেটিং করে পুলিশের ২টিসহ ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে ৬ জন আহতের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোনো মন্তব্য করেনি পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে একাধিক বার ফোন করেও তিনি ফোন রিসিভ করেনি।

বর্ণমালা নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here