দীপিকার সাথে রোমান্স নিয়ে যা বললেন শাহরুখ।

0
916

বর্ণমালা ডেস্ক:

পাঠান সিনেমা মুক্তির আগে গণমাধ্যমকে রীতিমতো এড়িয়ে গেছেন শাহরুখ খান। তবে সোমবার পাঠানের সাফল্য নিয়ে মিডিয়ায় কথা বলতে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে। ছিলেন সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামও।

এই সময় ফ্যানদের ধন্যবাদ জানান শাহরুখ।

এ সময় দীপিকার সাথে রসায়ন নিয়ে শাহরুখ বলেন,আপনারা আমাকে ও দীপিকাকে চেনেন। আমাদের রোমান্স, চুমু কিংবা জড়িয়ে ধরতে জাস্ট একটা বাহানা লাগে। তাই যদি আপনারা আমাকে এ নিয়ে প্রশ্ন করেন, তবে আমি দীপিকার হাতে একটি চুমু খাবো আর সেটাই হবে উত্তর।

আর শাহরুখের সাথে রোমান্স নিয়ে দীপিকা বলেন, ভালো এটা অবশ্যই ইন্টারেস্টিং।

রোমান্স তো পুরোপুরি পরিষ্কার কিন্তু কাজ কঠিন। সম্পর্কের জন্য এটা আরও বিশেষ। ভালোবাসা ও বিশ্বাস আমরা ভাগ করে নেই। আমি তাকে শিল্পী হিসেবে খুব শ্রদ্ধা করি, এমনকি মানুষ হিসেবেও।

বর্ণমালা নিউজ।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here