হজ করতে নয়, হাজীদের খেদমতে সরকারি কর্মকর্তা-কর্মচারী পাঠানো হয়

0
186
ফাইল ছবি।

বর্ণমালা নিউজ ডেস্কঃ

হজ যাত্রীদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হজের উদ্দেশে পাঠানো হয় না। হজ ব্যবস্থাপনা ও হাজীদের সেবা প্রদানে বিভিন্ন টিমে তাদের পাঠানো হয় বলে সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মুহম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম তার প্রশ্নে বলেন, প্রতি বছর সরকারি কর্মকর্তা/কর্মচারী সরকারি টাকায় হজে যায়। সরকারি টাকা/অর্থ জনগণের টাকা। অন্যের টাকায় হজ সঠিক হবে কি না; এবং যেসব কর্মকর্তা/কর্মচারী হজে যায় তারা হাজীদের কতটুকু খেদমত করে?

জবাবে ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ও হাজীদের সেবা প্রদানের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন টিমে সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে সৌদি আরবে পাঠানো হয়ে থাকে। বাংলাদেশি হাজীদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে মেডিকেল সেন্টার ও ক্লিনিক পরিচালিত হয়। মিনা-আরাফা, মুজদালিফা-জামারা এবং মক্কা ও মদিনায় হাজীদের সেবার উদ্দেশে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের (হজ প্রতিনিধি টিম, হজ প্রশাসনিক টিম, হজ মেডিকেল টিম, হজ কারিগরি টিম এবং হজ প্রশাসনিক সহায়তাকারী) বিভিন্ন টিমে সৌদি আরব পাঠানো হয়। সরকারি টাকায় হজ করতে তাদের পাঠানো হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here