বর্ণমালা নিউজ ডেস্কঃ
ইউনিসেফের টবি ফ্রিকার বলেছেন, জিম্মিদের মুক্তির জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় ইউনিসেফ।
যদিও এই চুক্তির বিশদ বিবরণ এখনই অস্পষ্ট। তবে হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, গাজায় ত্রাণ সরবরাহ এবং বন্দী ও জিম্মি বিনিময়কে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে।
জর্ডানের আম্মান থেকে ফ্রিকার বিবিসিকে বলেন, ইউনিসেফ এবং আরও অনেকে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। যদি যুদ্ধবিরতি হয় তাহলে যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী আনতে হবে এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। গাজা উপত্যকার অভ্যন্তরে পৌঁছে দিতে হবে। গাজার মানুষদের যেখানেই সহায়তা প্রয়োজন। এ সময় তিনি বলেন, গাজার সর্বত্র সহায়তা প্রয়োজন।
ফ্রিকার বলেন, শীতকালে রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জীবন বাঁচানো এবং ‘আরেকটি বিপর্যয়’ প্রতিরোধের ক্ষেত্রে এই সহায়তা অত্যাবশ্যক।
বর্ণমালা নিউজ।