বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

0
390

বর্ণমালা নিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল ৯টার কিছু সময় পরে তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে কথা বলতে আসে ডিবি। এরপর নিচে যেয়ে বাসার সিসিটিভির ডিভাইস খুলে নেয়। পরে এসে তুলে নিয়ে যায় ডিবি ও পুলিশ। তাঁরা বলেছে, ওপরের অর্ডার আছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

৭৫ বছর বয়সী মির্জা ফখরুল অসুস্থ। দ্রুত তাঁকে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন রাহাত আরা বেগম।

পরে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মির্জা ফখরুলকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে আজ রোববার সকাল ৯টার দিকে শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

শনিবারের সমাবেশে পুলিশি হামলার অভিযোগে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। গতকাল সমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতালের ঘোষণা দেওয়া হয়।

বর্ণমালা নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here