বর্ণমালা ডেস্ক:
অবশেষে ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নোরা।
সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দর্শকের জন্য গেট ওপেন হবে বিকাল ৪টায়।
অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন বলে জানা গেছে। এতে অংশ নেবেন বাংলাদেশের তারকারাও।
এই অনুষ্ঠান ছাড়াও এক ডকুমেন্টারি শুটে অংশ নেওয়ার কথা রয়েছে নোরা ফাতেহির। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে তিনি ঢাকা ছাড়বেন।
বর্ণমালা নিউজ।