১ মার্চ শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম মৌসুম। ও দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। লঙ্কান সিরিজের জন্য আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৪, ৬ ও ৯ মার্চ টি-টোয়েন্টি তিনটি হবে সিলেটে।
তবে যে দুই ওয়ানডের দল দেওয়া হয়েছে, সেখানে নাম নেই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবালের। অর্থাৎ তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে এখনো ধোঁয়াশা থেকে গেল।
১৫ সদস্যের টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান হাসান ও আলিস আল ইসলাম।
প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বর্ণমালা নিউজ।