বর্ণমালা নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ফার্গুসনের বল ডিপ মিডউইকেটে পাঠিয়ে দুই রান নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছেই গ্যালারির উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিলেন বিরাট কোহলি। গ্যালারিতে থাকা স্ত্রী বলিউড সুপারস্টার আনুশকা শর্মাও ভালোবাসার নিদর্শন দেখাতে দেরি করেননি। ইতিহাস গড়া সেঞ্চুরির পর কোহলির ভালোবাসাময় সেলিব্রেশনে যেন বাড়তি মাত্রা যোগ করলেন ভারতীয় ক্রিকেট-ঈশ্বর শচীন টেন্ডুলকার। দুই হাত মাথার ওপরে তুলে করতালি দিয়ে অভিনন্দন জানালেন। ওয়ানডের ৫০তম সেঞ্চুরি করে যে ক্রিকেট-ঈশ্বরকেই ছাড়িয়ে গেলেন কোহলি। গতকাল শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন বিরাট। বিশ্বকাপের এক আসরে শচীনের করা ৬৭৩ রানের মাইলস্টোন ছাপিয়ে কোহলি করলেন ৭১১ রান।
কোহলির ‘বিরাট’ রেকর্ডের দিনে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৯৭ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৭ রান করে নিউজিল্যান্ড। ১১৯ বলে ১৩৪ রানের ক্যারিশমাটিক ইনিংস খেলেছেন ডেরিল মিচেল। ৯ বাউন্ডারির সঙ্গে ৭ ছক্কা। ৩৯৮ রানের পাহাড় টপকাতে নেমে যেন একাই লড়াই চালিয়ে গেছেন। তবে তৃতীয় উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনিও খেলেছেন ৬৯ রানের ইনিংস। ৩৯ রানে দুই উইকেট হারানোর পর উইলিয়ামসন-মিচেলের ১৮১ রানের জুটি নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ভারতের বোলারদের মধ্যে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ছয় ম্যাচে ২৩ উইকেট নিয়ে আসরের সেরা সর্বোচ্চ উইকেট শিকারি এখন ভারতের এই পেসার। কোহলির ‘বিরাট’ রেকর্ডের দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৯৭ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। ওয়ানংখেড়েতে গতকাল কোহলি খেলেছেন ১১৭ রানের ইনিংস। ১১৩ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কা! সাইক্লোন গতিতে শতক পূরণ করেছেন শ্রেয়াস আইয়ার। ৭০ বলে খেলেছেন ১০৫ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৮ ছক্কার মার ও ২ বাউন্ডারি। বিশ্বকাপের সব শেষ আসরে ব্যাটিংব্যর্থতার জন্য কিউইদের কাছে সেমিতে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল ভারতীয়দের। তাই কি না কাল ব্যাটিংয়ের শুরু থেকেই বাইশগজে টনের্ডোর গতিতে রান তুলতে থাকে স্বাগতিকরা। অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই ছিলেন মারমুখী। যদিও তার ইনিংসটা বড় হয়নি। ২৯ বলে ৪৭ রান করে আউট হন। তবে আরেক ওপেনার শুভমান গিল এ ম্যাচেও তার ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছেন। ৬৬ বলে খেলেছেন অপরাজিত ৮০ রানের ইনিংস। তবে ইনজুরির কারণে মাঝে একবার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরেও গিয়েছিলেন। তবে গতকাল ঘুরে ফিরে আলোচনায় ছিলেন বিরাট কোহলি। ঐতিহাসিক সেঞ্চুরিতে ক্রিকেটবিশ্বকে যেন মুগ্ধ করেছেন। সোশ্যাল মিডিয়াও ছিল কোহলিময়। শচীন টেন্ডুলকার তার টুইটে কোহলিকে উদ্দেশ করে লেখেন, ‘তোমার সঙ্গে ড্রেসিংরুমে আমার প্রথম দেখা, তুমি সতীর্থদের প্রাঙ্ক করতে করতে আমার পা ছুঁয়েছিলে। তোমার ওই অদ্ভুত কান্ডে আমি সেদিন হাসি থামাতে পারছিলাম না। তবে এবার তুমি আমার হৃদয় ছুঁলে তোমার প্যাশন ও স্কিল দিয়ে। আমি খুবই খুশি সেদিনের সেই তরুণ আজকের বিরাট ক্রিকেটার।’‘আমার খুবই ভালো লাগছে যে, একজন ভারতীয় আমার রেকর্ড ভাঙল। সেটাও কি না বিশ্বকাপের মতো বড় আসরের সেমিফাইনালে এবং সেটাও আমার হোম ভেন্যুতে।’
বর্ণমালা নিউজ।